জাতীয় সংবাদ

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, শাওনের বিরুদ্ধে সদর থানায় নাশকতার দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে এবং ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হবে। এর আগে, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় গত মঙ্গলবার রাতে তাকে ময়মনসিংহ শহর এলাকা থেকে গ্রেপ্তার করে নেত্রকোনা সদর থানা পুলিশ। ওসি শাহনেওয়াজ আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে নেত্রকোনা সদর থানায় দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান লিটন এবং নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি। তিন বছর পূর্ণ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় শাওন-সোবায়েল। এতে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন। এ অবস্থায় পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই চলতি বছরের গত ৩০ জুলাই শাওন-সোবায়েলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button