জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক সমন্বয়কের পদত্যাগ

প্রবাহ রিপোর্ট : ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার অন্যতম সমন্বয়ক হাসিব তানভির। গতকাল বুধবার নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে হাসিব লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক কমিটিতে শুরু থেকেই ছিলাম। এই প্ল্যাটফর্ম একটা নির্দিষ্ট সময় দেশের আপামর ছাত্র-জনতাকে নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। পরে এই প্ল্যাটফর্মের কতিপয় ব্যক্তিবর্গের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা কেন্দ্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত বিশেষভাবে লক্ষণীয়। যেটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে নতুন করে বৈষম্যের জন্ম দিয়েছে। এ অবস্থায় আমি এই প্ল্যাটফর্মের সঙ্গে রাজপথে একসঙ্গে হাঁটা যুক্তিযুক্ত মনে করছি না। এই প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করছি। ক্ষমতা কুক্ষিগত রাখার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, এ বিষয়ে উনি কী বুঝিয়েছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button