ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্যবিশিষ্ট কমিটির পরিচয় প্রকাশ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মো. আবু সাদেক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের নাম-পরিচয় গণমাধ্যমে আগেই আসে।এবার ঢাবি শাখার ১৪ সদস্যবিশিষ্ট কমিটির পরিচয় সামনে এলো। বুধবারএই কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। এ ছাড়া ঢাবি ছাত্রশিবিরের ফেসবুক পেজেও কমিটির তথ্য জানানো হয়। তবে ঢাবির শিবির সেক্রেটারি ফরহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। এখন শুধু পরিচয় করিয়ে দেওয়ার জন্য তথ্যটি জানানো হয়েছে। সভাপতি-সেক্রেটারি ছাড়া কমিটির অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল। এ ছাড়া কমিটিতে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন। কমিটির বিষয়ে সভাপতি সাদিক কায়েম বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি-নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রম তদারকি করে থাকে। তিনি আরও বলেন, আমাদের কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।