জাতীয় সংবাদ
চট্টগ্রামে পাহাড়ে মিললো নারীর লাশ
প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়না ইকোনোমিক জোনের অদূরে একটি পাহাড় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি মোঃ মনির হোসেন। তিনি জানান, এক নারীর লাশ পাওয়া গেছে। আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে। ধারণা করছি ২-৩ দিন আগে মারা গেছেন তিনি। শিয়াল লাশটির কিছু অংশ খেয়ে ফেলেছে। পুলিশের টিম সুরতহাল করে লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।