দুই সচিবকে সরানোর দাবি : না মানলে অবস্থান কর্মসূচি
প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক এ বি এম আবদুস সাত্তার বলেছেন, জনপ্রশাসন সচিব মো. মোখলেছুর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর পরিবেশিত হয়েছে, তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাঙিয়ে জনপ্রশান মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমরা তাদের এই কুকর্মকে কখনোই মেনে নিতে পারি না। আলটিমেটাম দিয়ে তিনি বলেন, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সচিব মো. মোখলেছুর রহমান ও দায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের চাকরি থেকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হলে আগামী রোববার সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করেন আবদুস সাত্তার।