জাতীয় সংবাদ

টিসিবির পণ্য কেড়ে নেওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা : তদন্তে কমিটি

প্রবাহ রিপোর্ট : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য চাল, ডাল ও তেলসহ আটক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় কেন্দুয়া থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় আটক আবুল হাসেম ভূঁইয়াকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে পুলিশ। আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের মৃত আবদুল জব্বর ভূঁইয়ার ছেলে। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, প্রতারণা করে কৌশলে টিসিবির পণ্য নিয়ে গিয়ে আত্মসাৎ করার লক্ষ্যে নিজ বাড়িতে মজুত রাখার অপরাধে গত বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া থানা পুলিশের এসআই জিয়াউল হক বাদী হয়ে আবুল হাসেম ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি আবুল হাসেম ভূঁইয়াকে গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ওসি। তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে সদস্যসচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বুধবার পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি টিসিবির পণ্য বিক্রি শুরু করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতারা প্রভাব খাটিয়ে এসব পণ্য কেড়ে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগের মাধ্যমে বিষয়টি সেনাবাহিনী জানতে পারে। পরে গত বৃহস্পতিবার সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button