জাতীয় সংবাদ

টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলা

প্রবাহ রিপোর্ট : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তৌফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার তৌফিক আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শনিবার দিবাগত রাত ৩টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের সোনালী ব্যাংক ভবনের তিনতলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি) দল। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় সম্পৃক্ততা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা অসামি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওই দিন বিকেলে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের গাড়িবহরে হামলা চালান। একপর্যায়ে তাঁরা স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখেন। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button