জাতীয় সংবাদ
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে ৮৫৭ মামলা, জরিমানা ৩৫ লাখ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৫৭ টি মামলা ও ৩৫ লাখ ১৪ হাজার ৬২৫ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ২১৪ টি গাড়ি ডাম্পিং ও ৮৬ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।