বিশেষ টাস্কফোর্সের অভিযান, ৭ প্রতিষ্ঠানে জরিমানা

প্রবাহ রিপোর্ট ঃ বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের নওগাঁর আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ের বাজার, নওগাঁর সিও অফিস বাজারে এই টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজীব মোবাইল কোর্টের মাধ্যমে ০৩টি প্রতিষ্ঠানকে ১হজার ৩ শত টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন। একই সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব রুবেল আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। টাস্কফোর্স অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ আলম ও নওগাঁ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি ও জেলা কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে ক্যাব, নওগাঁ’র সভাপতি আজাদুল ইসলাম ও ০২ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন। এসময় মুক্তির মোড় সাহেব বাজারে চাউল, মুরগি ও মাংস, মাছ বাজার, সবজি বাজার ও ডিমের বাজারে তদারকি করা হয়। এছাড়া ইউএনও অফিসের সামনের বাজারে মুরগি, ডিম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং করা হয়।মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সর্বমোট ০৭টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৮ শত টাকা টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। টাস্কফোর্স অভিযান চলাকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।