কারওয়ান বাজার পরিদর্শনে এফবিসিসিআই মনিটরিং টিম
প্রবাহ রিপোর্ট : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে ঢাকার কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে দেখেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই এর মনিটরিং টিম। সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, গতকাল রোববার সকালে এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শনে যায় সংগঠনটির বাজার মনিটরিং টিম। বাজার পরিদর্শন শেষে আলোচনা সভায় হাফিজুর রহমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ‘যৌক্তিক’ পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান ছিল বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক বাজার মনিটরিংয়ে এফবিসিসিআইয়ের নিয়মিত কর্মসূচিতে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে কারওয়ান বাজার আড়ত ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুজন, কাওরান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।