জাতীয় সংবাদ
মহিলা আ.লীগ নেত্রী ও তার স্বামীর কাছে মিললো ৭৮ ভুয়া এনআইডি

প্রবাহ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী চিহ্নিত মাদক কারবারি মিনার মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, পাঁচ হাজার ইন্দোনেশিয়ান রুপি, এক হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।