জাতীয় সংবাদ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৭৯৯ মামলা, জরিমানা ৩৩ লাখ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল সোমবার বিকালে এসব তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে রোববার ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৩টি গাড়ি ডাম্পিং এবং ২৯টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।