বাজার শিগগিরই ‘স্বাভাবিক হবে’, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রবাহ রিপোর্ট : শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে ‘বন্যা’কে দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজার দর ‘লাগামের মধ্যে ফিরবে’। উপদেষ্টা বলেন, আপনারা জানেন, আমাদের কতগুলো এলাকায় বন্যা হয়েছে, নোয়াখালি, ফেনী, বিবাড়িয়ায় যে বন্যা হয়েছে, সেখানে বিগত ৩৫ বছরে কোনো বন্যা হয় নাই। আবার রিসেন্টলি হল মায়মনসিং, নেত্রকোণা, এইজন্য শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটার জন্য একটু হয়েছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাজার স্বাভাবিক হয়ে যাবে, জিনিসপত্রের দামও কমে যাবে। রাজধানীতে খাদ্য ভবনের সামনে গতকাল মঙ্গলবার কৃষি পণ্য ‘ওপেন মার্কেট সেল’ (ওএমএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সহযোগিতায় আমরা ন্যায্য মূল্যে ডিম, আলু, পেঁয়াজ এবং শাকসবজি জনগণের দুয়ারে যেন পৌঁছে দিতে পারি, সেজন্য এই ব্যবস্থা। ঢাকায় ২০টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে সেই প্রয়োজন কতটুকু মিটবে- এমন প্রশ্নে তিনি বলেন, এটা চলমান থাকার পরে বোঝা যাবে, এখন কীভাবে বলব? অবশ্যই দাম কমে যাবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন, দুর্যোগটা (বন্যা) কী সরকারের ব্যর্থতা হতে পারে? দুর্যোগ এটা আপনার আমার কারও ব্যর্থতা নয়, এটা আল্লাহ দিছে। এ সময় সাংবাদিকরা বলেন, ‘সড়কে চাঁদাবাজির কারণেও’ জিনিসপত্রের দাম বাড়ার অভিযোগ আছে; এ বিষয়ে সরকারের উদ্যোগ কী। জাহাঙ্গীর আলম তখন চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য চান। তিনি বলেন, “ইনভেস্টিকেশন করেন, কোথায় কোথায় চাঁদাবাজি হয় জানান, বন্ধ করে দেব। কোথায় কোথায় চাঁদাবাজি হয় জানান, যাতে জিনিসপত্রের দাম কমে।