জাতীয় সংবাদ
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে শহিদুল্লাহ (২৮) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার শহিদুল্লাহ হাইজাদী ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে। তিনি হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহিদুল্লাহর বিরুদ্ধে এলাকায় সব রকম সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি, ভাঙচুর-লুটপাটের অভিযোগ রয়েছে। তাকে আটক করে থানায় সোপর্দ করে সেনাবাহিনীর একটি টিম। তাকে আদালতে পাঠানো হয়েছে।