জাতীয় সংবাদ

গোপালগঞ্জে প্রকাশ্যে এলো জামায়াত

প্রবাহ রিপোর্ট : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্য দিয়ে এবার প্রকাশ্যে এলো জামায়াতে ইসলামী। গতকাল শনিবার উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে কোটালীপাড়া জামায়াতে ইসলামি শাখার উদ্যোগে মাদ্রাসার হলরুমে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াতের কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. সোলায়মান গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি আবদুল হামিদ, জেলা শাখার আমির রেজাউল করিম এবং উপজেলা শাখার সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ।সমাবেশে উপজেলার পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম অংশ নেন। এতে আমির মো. সোলায়মান গাজী বলেন, এতদিন আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকা- গোপনে অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে সভা-সমাবেশ চালিয়ে যাবো। কেউ বাধা দিতে এলে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে।প্রসঙ্গত, গত ১৬ বছর ধরে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীকে প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে দেখা যায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে এসে দলীয় কর্মসূচি ঘোষণা করলেন সংগঠনের নেতারা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button