জাতীয় সংবাদ

ইঞ্জিনিয়ার মোশাররফের দুর্নীতি অনুসন্ধানে দুদক

প্রবাহ রিপোর্ট : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। দুদক সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আত্মীয়-স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। খন্দকার মোশাররফ ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব। একইসঙ্গে ফরিদপুরের রাজনীতিতে তৈরি করেন শক্ত অবস্থান। ২০১৪ সালে টানা দ্বিতীয়বার এমপি হয়ে একক আধিপত্য বিস্তার করেন ফরিদপুরজুড়ে। আওয়ামী সরকারের তৃতীয় মেয়াদে টানা তিনবার এমপি হয়েছিলেন তিনি।
সৌমিত্র শেখরের সম্পদের খোঁজে বিএফআইইউতে চিঠি দুদকের: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সম্পদের খোঁজে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশপাশি তার বিদেশ যাত্রা ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম। এর আগে অপব্যবহার, নানাবিধ অনয়িম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে এ শিক্ষকের বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। এ অধ্যাপকের ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড, মালেশিয়ায় তার ও পরিবারের সদস্যদের নামে বাড়ি/সম্পদের তথ্যের জন্য বিএফআইইউতে পত্র দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। দুদকের তথ্যানুযায়ী, অধ্যাপক সৌমিত্র শেখর ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button