সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রবাহ রিপোর্ট : সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, পরে এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘ডানা’। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে ভারতীয় গণমাধ্যমে সেখানকার আবহাওয়া অফিসের বরাতে বলা হচ্ছে, ২২ অক্টোবর লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপটি শক্তিশালী হয়ে আগামী ২৩ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা‘ তৈরি হতে পারে এবং পরদিন ২৪ অক্টোবর সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ২৪ অক্টোবর উপকূলে বাতাসের গতিবেগ থাকতে পারে আনুমানিক ১০০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে। সেটা বেড়ে ১২০ কিলোমিটারেরও প্রতি ঘণ্টায়ও হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছে। ২১ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর, ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এ ছাড়া জাহাজ, বন্দর, সাগর ও উপকূলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড় ‘ডানা‘ নিশ্চিতভাবে কোন অঞ্চলে আঘাত হানবে, তা এখনও নিশ্চিত নয় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা নিশ্চিত। তবে কোথায় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাবে না। এতে আতঙ্ক তৈরি হতে পারে। তা ছাড়া ঘূর্ণিঝড়ের গতিপথও পরিবর্তন হতে পারে বলেও তিনি জানান। প্রসঙ্গত, এবারের ঘূর্ণিঝড়টির ‘ডানা’ নাম দিয়েছে কাতার। ‘ডানা’ নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা।