জাতীয় সংবাদ

পিরোজপুরে শ ম রেজাউলসহ আ’ লীগের ২শ’ জনের নামে মামলা

প্রবাহ রিপোর্টঃ পিরোজপুরের নাজিরপুরে সাবেক এমপি (পিরোজপুর-১ নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের ২০০ নেতা-কর্মীর নামে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। ওই মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসসহ ৪০ জনকে নামীয় এবং আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা করে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত ২০২২ সালের ০৯ আগস্ট বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচিতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে হামলা ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয় ঘটনার পর তারা মামলা করতে চাইলে রাজনৈতিক কারণে তারা মামলা করতে পারেননি। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় দলীয় নেতা-কর্মীরা সবাই পলাতক থাকায় অভিযুক্তসহ দায়িত্বশীল কারও কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button