জাতীয় সংবাদ
চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন : এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামে একটি টায়ারের গুদামে অগ্নিকা- ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে নগরের হালিশহর নয়াবাজার বিশ্বরোডে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের মবিলাইজিং অফিসার মো. কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৯টা ২৫ মিনিটে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।