জাতীয় সংবাদ

বিজিএমইএ প্রশাসককে সহায়তার জন্য কমিটি গঠন

প্রবাহ রিপোর্ট : সরকার পরিবর্তনের ধারায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক করা হয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে। প্রশাসকের কাজের সহায়তার জন্য বিজিএমইএর সাবেক সহ-সভাপতি শহিদুউল্লাহ আজিমের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। সহায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- এনামুল হক খান, মিরান আলী, মহিউদ্দিন চৌধুরী, আসিফ আশরাফ, রেজওয়ান সেলিম, আ ন ম সাইফুদ্দিন, মো. শিহাবুদ্দোজা চৌধুরী, শামস মাহমুদ ও মো. শরীফ জহির। সরকার বদলের সঙ্গে সঙ্গে দেশের প্রধান রপ্তানিকারক শিল্পের নেতৃত্ব দেওয়া সংগঠন বিজিএমইএতে গত ২০ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর আগে ২৪ আগস্ট বিজিএমইএ সভাপতি পদ থেকে এস এম মান্নান কচি পদত্যাগ এবং সিনিয়র সহ-সভাপতি ও বিজিএমইএ’র নির্বাচনকেন্দ্রিক মালিকদের জোট সম্মিলিত পরিষদের সদস্য খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। তারপরও বিজিএমইএ’র নির্বাচনকেন্দ্রিক অপর জোট ফোরামের নেতারা বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিল। সর্বশেষ নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এর পাঁচদিনের মাথায় প্রশাসকের সহায়ক কমিটি গঠন হলো। এ সহায়ক কমিটি বিজিএমইএ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়া পর্যন্ত বিজিএমইএ’র যাবতীয় কাজে সহায়তা করবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button