জাতীয় সংবাদ

জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএর নতুন সভাপতি

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) এস এম শফিউদ্দিন আহমেদ। মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেছিলেন এই কর্মকর্তা। শূন্য পদে নির্বাচন হতে বেশি সময় লাগেনি। গতকাল শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা দেওয়া হলো। ফুটবল ও ক্রিকেট ছাড়াও দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বিওএ-তে সভাপতি পদটি নির্বাচিত। এ পদে সেনাপ্রধানরাই দায়িত্ব পালন করে থাকেন। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button