জাতীয় সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া
প্রবাহ রিপোর্ট ঃ দুর্নীতির মামলায় দ- থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন একথা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। পরে লন্ডন থেকে তৃতীয় একটি দেশে নিয়ে তাকে কোনো একটি ‘মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হবে বলে জানান চিকিৎসক জাহিদ হোসেন।