জাতীয় সংবাদ

ময়মনসিংহে তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির ২ মামলা প্রত্যাহার

প্রবাহ রিপোর্ট : ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির দুই মামলা পুরোপুরি প্রত্যাহার করে দিয়েছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট থানায় এ-সংক্রান্ত কোনো নথিপত্র থাকলে আদালত ফেরত দেওয়ার নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক নম্বর আমলি আদালতের বিচারক এএকেএম রওশন জাহান এ আদেশ দেন। এর আগে মামলা দুটির মধ্যে একটি ২০১৫ সালে এবং অপর একটি ২০১৭ সালে আদালত খারিজ করে দেন। এ বিষয়ে এক নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক বলেন, মামলা নিষ্পত্তি বা থানায় কোনো ওয়ারেন্ট বা অন্য কোনো নথি থাকতে পারে। এজন্য বিবাদী পক্ষ রিকল করে মামলার পুরোপুরি নিষ্পত্তি চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা দুটি নিষ্পত্তি করে দেন। সূত্র জানায়, এর আগে ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে মামলা দুটি করেছিলেন। কিন্তু বাদীপক্ষ তদারকি না করায়, ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে আরেকটি মামলা খারিজ করে দেন আদালত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button