জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শীর্ষ কূটনীতিক হিসেবে লাফাভের কর্মজীবনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় তার স্মৃতি স্মরণ করে হেলেন লাফাভ বলেন, ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি চিঠি ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। বৈঠকে বিদায়ী মার্কিন দূত অধ্যাপক ইউনূসকে বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যাতে বাংলাদেশ ক্যাম্প থেকে তাদের উত্তর আমেরিকায় পুনর্বাসিত করা যায়। তাদের আলোচনায় বিচার বিভাগ সংস্কার, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্বৈরশাসনকালে বাংলাদেশ থেকে পাচার করা কয়েক বিলিয়ন ডলার ফিরিয়ে আনার প্রচেষ্টা, প্রশাসনিক সংস্কার ও শ্রম ইস্যু অন্তর্ভুক্ত ছিল। লাফাভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অর্থ পুনরুদ্ধার এবং বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য পরামর্শ ও অন্যান্য সহায়তা দিয়ে বাংলাদেশকে সমর্থন করছে। তিনি বলেন, পাচার করা অর্থ ফেরত আনা কঠিন, তবে এটি সম্ভব। আমরা অবশ্যই এটি বাস্তবায়িত করবো। ড. ইউনূস জানান, তার সরকারও ব্যাপক শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার প্রচেষ্টায় আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button