জাতীয় সংবাদ
মেহেরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রবাহ রিপোর্ট : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামে দুজন জখম হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। মেহেরপুর অতিরিক্ত পুলিশি সুপার (সার্কেল) আবদুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা পরিবহন ও বেশ কয়েকটি ট্রাক আটকে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হন। একই সময় ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাকাতরা চলে যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।



