জাতীয় সংবাদ

সাবেক এমপির এপিএস’কে আটক করে পুলিশে সোপর্দ করল জনতা

প্রবাহ রিপোর্ট : বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুন (৪৮) গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। গতকাল শনিবার সকালে বগুড়ার সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, তার বিরুদ্ধে তিনটি রাজনৈতিক মামলা রয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার ও অন্যরা জানান, অসীম কুমার জৈন নতুন বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজার এলাকার মানিক চাঁন জৈনের ছেলে। তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের এপিএস ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তেনের পর তার বিরুদ্ধে সোনাতলা থানায় তিনটি রাজনৈতিক মামলা হয়। মামলার পর গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে ছিলেন। গত শুক্রবার রাতে পার্শ্ববর্তী গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় অবস্থান করছিলেন। জনগণ টের পেয়ে তাকে আটক করে। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে তাকে বগুড়ার সোনাতলা থানায় সোপর্দ করা হয়। সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুনের বিরুদ্ধে তিনটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button