অগ্রাধিকারে থাকবে খেলোয়াড়রা, কমিটির সদস্যরা নয়: ক্রীড়া উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : খেলোয়াড়রাই খেলাধুলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারাই (খেলোয়াড়) অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকতো কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, আমি নিশ্চিত করবো। গতকাল শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এ কথা জানান তিনি। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। খেলোয়াড়দের ফ্ল্যাটের দাবির বিষয় সম্পর্কে জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রধান উপদেষ্টার কাছে ওনারা এ বিষয়ে কিছু বলেননি। ওনাদের লিখিত দাবির মধ্যে বিষয়টি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি বলেন, আমরা বাইরে থেকে ক্রিকেট টিমের অনেক পিআর দেখি, কিন্তু তাদেরও সমস্যা আছে। ছোট ছোট সমস্যা অ্যাড্রেস করা হয়নি। খেলাধুলার মূল স্টেকহোল্ডার হচ্ছে খেলোয়াড়রা। তারাই অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকতো কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, আমি নিশ্চিত করবো। নারী ফুটবল দলের বকেয়া বেতনের বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে। বাফুফেতে এতদিন কাজী সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল, এখন নতুন কমিটি এসেছে, তাদের ওয়ার্কআউট করবো। যাতে করে ভবিষ্যতেও কখনও বেতন বকেয়া না হয়। তিনি বলেন, বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, সেটা কেন হলো? আর্থিক অনিয়মের বিষয় সামনে এসেছে। সেগুলো নিয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।