ডাস্টবিন থেকে মানুষের খ-িত পা উদ্ধার
প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ময়লার ডাস্টবিনে মানুষের খ-িত পা দেখা গেছে। গত সোমবার মধ্যরাতে এটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, খ-িত অংশটি গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা। ওই অংশটায় ব্যান্ডেজ করা রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনা। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি, আসলে এই অংশ কোথা থেকে কীভাবে আসলো। উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকা- বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরইমধ্যে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক মানুষ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নবজাতকের লাশ উদ্ধার: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির ক্যান্টিনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক একদিন। গত সোমবার সন্ধ্যায় ক্যান্টিনের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গত সোমবার সন্ধ্যায় ঢামেকের তৃতীয় শ্রেণির ক্যান্টিনের পাশে কাপড়ে মোড়ানো আনুমানিক একদিন বয়সী এক ছেলে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গেছে। এটা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।