জাতীয় সংবাদ

কাওরান বাজারে যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রবাহ রিপোর্ট : যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর কাওরান বাজার এলাকায় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও সিটি করপোরেশনের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে কাওরান বাজার মসজিদ মার্কেট, চিকেন মার্কেট ও ডিআইডি মার্কেটসহ আশেপাশের রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় অনেক দোকানি নিজেই দোকান সরিয়ে নিয়ে যায়। অভিযানের বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি, তেজগাঁও জোন) সালেহ্ মুহম্মদ জাকারিয়া বলেন, গতকাল (গত সোমবার) কাওরান বাজার এলাকায় সিংহভাগ রাস্তা দখল করে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছিল। এর দুই দিন আগে মাইকিং করে তাদের চলে যেতে বলা হয়েছিল। এরপরও অধিকার সড়ক দখল করে কয়েশ দোকানপাট ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশ, সেনাবাহিনী এবং সিটি করপোরেশনে সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। তেজগাঁও জোনের এসি আরও বলেন, অভিযানে পুরো কাওরান বাজারের সবগুলো রাস্তা দখলমুক্ত করা হয়েছে। এ সময় অনেকে নিজ থেকেই দোকান সরিয়ে নিয়েছে। এ অভিযান একদিনের নয়, এটি চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, উচ্ছেদ করেই আমরা থেমে থাকবো না। আবার যাতে দখল না হয়, সে ব্যাপারে নজর রাখা হবে। যতবার রাস্তা দখল করে দোকানপাট বসবে, ততবার উচ্ছেদ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button