জাতীয় সংবাদ

যুগান্তরের প্রকাশক-সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রবাহ রিপোর্ট : বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে একটি কলামে বিরূপ মন্তব্য করায় দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। গত ১ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘ফিরে দেখা: বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলামটি লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম। এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে আবেদনটি করা হয়। অভিযোগে কলাম লেখক ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামকে বিবাদী করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button