আর্থিক খাতের ১৯ সাংবাদিক পেলেন সেরার স্বীকৃতি
প্রবাহ রিপোর্ট : আর্থিক খাতের ১৯ সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। ‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গত বছরের সেরা অর্থনৈতিক প্রতিবেদনগুলোকে পুরষ্কৃত করা হয়। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেরা ১৯ প্রতিবেদকের হাতে পুরষ্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ওই যৌথ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ। পুরষ্কারজয়ীরা হলেন- ফখরুল ইসলাম হারুন (প্রথম আলো), জেবুন নেসা আলো (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রাজীব আহমেদ (প্রথম আলো), ইকবাল হাসান (চ্যানেল টোয়েন্টিফোর), মোহাম্মদ ইসমাইল আলী (দৈনিক শেয়ারবিজ), আহসান হাবীব রাসেল (দ্য ডেইলি স্টার), বাবু কামরুজ্জামান (নিউজ টোয়েন্টিফোর), ওবায়দুল্লাহ রনি (দৈনিক সমকাল), সদরুল হাসান (ইউএনবি), দৌলত আক্তার মালা (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), মো. শফিকুল ইসলাম (ঢাকা পোস্ট), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আরিফুর রহমান (প্রথম আলো), সালাহ উদ্দীন মাহমুদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জিয়াদুল ইসলাম (আমাদের সময়) এবং মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল (প্রথম আলো)।