জাতীয় সংবাদ

এই প্রথম ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ‘ফাতেহ ১১০’ দিয়ে ইসরাইলে হামলা

# সাথে ছিল এক ঝাঁক বোমা বহনকারী ড্রোন, দিশেহারা ইসরাইল #
# ইসরাইলের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি
# ইসরায়েলে হামলা চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল হিজবুল্লাহ #

প্রবাহ রিপোর্ট ঃ লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘ফাতেহ-১১০’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এরপরপরই এক ঝাঁক বোমা বহনকারী ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলা চালায় সামরিক স্থাপনায়। এক সেনা সদস্যের নিহতের খবর ইসরাইল স্বীকার করলেও বহু সেনা হতাহতর ব্যাপারে তারা মুখ খোলেনি। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের আল-মানার টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ৮.৫ মিটার দীর্ঘ ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্রটি ৫০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট বা ভ্রাম্যমান প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, কঠিন-জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রটির ওজন ৩,৪৫০ কেজি এবং এর পাল্লা ৩০০ কিলোমিটার। আল মানার টেলিভিশনে গতকাল ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে দখলদার সেনাবাহিনীর জারফিন ঘাঁটিতে হামলা করার দৃশ্য দেখানো হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা, তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রথমে রকেট দিয়ে হামলা করা হয়। এর আগে, গত ৩ নভেম্বর হিজবুল্লাহ ‘ইমাদ-৫’ নামে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভা-ারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই বাঙ্কারের ফুটেজে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত নিজ অবস্থানে অটল থাকবে হিজবুল্লাহ। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভা-ারটি হিজবুল্লাহর শহীদ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশ করা হয় যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা কখনও যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না… আমরা কখনও আমাদের অস্ত্র সমর্পণ করব না।’ ফুটেজে দেখা যায়, হিজবুল্লাহ যোদ্ধারা একটি জঙ্গল এলাকায় তাদের মোটরসাইকেলে চড়ছেন, এরপর তারা একটি টানেলের ভেতর দিয়ে ভূগর্ভস্থ বাঙ্কারটিতে প্রবেশ করেন।
এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালাল হিজবুল্লাহ ঃ প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
বুধবার রাতে এক বিবৃতিতে এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটিতে ড্রোনের একটি স্কোয়াড্রন পাঠিয়েছে। তবে এই হামলায় হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনও খবর ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এর আগেও হিজবুল্লাহ বেশ কয়েকটি হামলার দাবি করেছিল। যার মধ্যে একটি ইসরায়েলের বন্দর নগরী হাইফার কাছের নৌঘাঁটি এবং আরেকটি তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘাঁটি লক্ষ্য করে হয়েছে। যদিও ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি।
এদিকে হিজবুল্লাহর আক্রমণের পরপর বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। তার আগে গত বুধবার ইসরায়েলের হামলায় লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এবং বালবেক শহরে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে। এছাড়া ওই হামলায় অন্তত ৫৩ জন আহত হয়েছে। সূত্র: আল-জাজিরা
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত ঃ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নামের ওই সেনা সদস্য নিহত হন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের। নিহত এরিয়েল জেরুজালেম থেকে ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। তার মৃত্যুর মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে শুরু হওয়া লড়াইয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ইসরায়েল বাহিনী বলছে, দেশটির আভিভিমের সীমান্তে প্রায় ৫০টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে এরিয়েল সোসনভ নিহত এবং অপর তিন সেনা সদস্য আহত হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার ভোরে বেশ কয়েকটি ইসরায়েলি বিমান বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হেনেছে। এগুলোর মধ্যে একটি লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন স্থানে আঘাত হানে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর বা কীসে আঘাত হেনেছে, তা বিস্তারিত জানা যায়নি। লেবাননের আল জাদেদ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার সেখানে অন্তত চারটি হামলা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহরের এলাকায় বিমান বোমা হামলায় ৪০ জন নিহত এবং ৫৩ জন আহত হওয়ার পর ইসরাইল রাতারাতি বৈরুতে বোমা বর্ষণ করেছে। এর আগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে দেশটিতে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। হতাহতদের মধ্যে বেসামরিক মানুষ এবং যোদ্ধারাও রয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি সংঘর্ষে প্রায় তিন হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button