জাতীয় সংবাদ

সিলেটে শিশু নিখোঁজ, প্রবাসীদের পুরস্কার ঘোষণা

প্রবাহ রিপোর্ট ঃ সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৫ দিনেও হদিস মিলেনি ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের। এদিকে শিশু মুনতাহার সন্ধানদাতাকে কয়েকজন প্রবাসী লক্ষাধিক টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। গত রোববার বিকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। বাবা শামীম আহমদ জানান, গত রোববার সকালে মেয়ে ও তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের নিয়ে বাড়ি ফিরেন। মেয়েটি প্রতিদিনের মতো পাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলা করতে যায়। বিকাল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুঁজির পর কোথাও কোনও সন্ধান পাননি তারা। একপর্যায়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ৫ নভেম্বর নিখোঁজ মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার ওসি মোঃ আব্দুল আউয়াল। এ সময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে ওসি আব্দুল আউয়াল বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button