জাতীয় সংবাদ

নির্বাচনের আগে দরকার সিস্টেম সংস্কার: সারজিস

প্রবাহ রিপোর্ট : সিলেটে জুলাই বিপ্লবে নিহত ৩২ জনের তালিকার মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় তালিকার বাকিদের তথ্য আরও স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে ক্রমান্বয়ে তাদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেন, বিগত আন্দোলনে সিলেট বিভাগের ৩২ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন। এর মধ্যে গতকাল শনিবার ১৮ জন শহীদের পরিবার উপস্থিত থাকায় তাদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। বাকি শহীদদের আইডেন্টিফাই করা হচ্ছে দু-তিন দিনের মধ্যে তাদের পরিবারের হাতে চেকগুলা তুলে দেওয়া হবে। আর্থিক সহায়তা প্রদানকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, অর্ধলক্ষ মানুষ তাদের রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পিঠ ঠেকে গিয়েছিল। এখন এই সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না। তিনি বলেন, সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। তথ্যগুলো স্বচ্ছভাবে ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগলেও খুব দ্রুততম সময়ের মধ্যে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button