জাতীয় সংবাদ

পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগের সিদ্ধান্ত

প্রবাহ রিপোর্ট : দেশ থেকে বিভিন্ন সময়ে পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ল ফার্ম (আইনি প্রতিষ্ঠান) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা নেবে বাংলাদেশ। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরানো ছাড়াও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদে ফরেনসিক অডিটর নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশনা মেনে বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ, ব্যাংকিং খাত সংস্কারে গঠিত টাস্কফোর্সের অনুমোদন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।
নগদের বিষয়ে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর অনিয়ম ও জালিয়াতি খুঁজে বের করতে ফরেনসিক অডিট বা নিরীক্ষা করা হবে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের রিট পিটেশনের বিষয়টি পর্ষদে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন যাচাই রিকভারি সংস্থা নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে এবং নগদে ফরেনসিক অডিট করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে নগদ-এ বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক অনিয়ম খুঁজে বের করতে ফরেনসিক নিরীক্ষা করার জন্য ডাক অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাক অধিদফতরের আলোচনা হয়। দুই পক্ষ একমত হওয়ায় ফরেনসিক নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়। এখন নিয়ম অনুযায়ী ডাক অধিদফতর কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কোনো নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে, যারা নগদের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত সব কাজের ফরেনসিক নিরীক্ষা করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, পর্ষদ সভার অ্যাজেন্ডায় এক নম্বর ছিল কেন্দ্রীয় ব্যাংকের অডিট কমিটি পুনর্গঠন; এখানে নজরুল হুদার পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল আহমেদ তিতুমীরকে যুক্ত করা হয়েছে। এ ছাড়া ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। টাস্কফোর্সের কার্যপরিধি অনুমোদন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button