সাভারে মিলল নারীর খ-িত লাশ, আটক স্বামী
প্রবাহ রিপোর্ট : ঢাকার সাভারের দত্তপাড়া এলাকায় শান্তা (৩৫) নামের এক নারীর চার খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নয়নকে (৪০) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার এসআই ওয়াজেদ আলী। এর আগে গত সোমবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলি রেস্তোরাঁর পেছনের খোলা জায়গা থেকে ওই নারীর চার খ-িত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত নারীর নাম শান্তা (৩৫) বলে জানা গেছে। তিনি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। নিহত নারীর স্বামীর নাম নয়ন (৪০), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার রাতে ওই এলাকায় নারীর মস্তকহীন দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নারীর হাত ও মস্তকহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মাথা ও হাত উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে রাতেই নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।