৪ পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের
# যাত্রাবাড়ীতে হত্যা #
প্রবাহ রিপোর্টঃ জুলাই-অগাস্টে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর চালানো ‘গণহত্যা’ মামলায় চার পুলিশ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।চার পুলিশ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেনের নাম বললেও বাকিদের নাম প্রকাশ করেননি ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। এ তালিকায় ডেমরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম আছে বলেও জানা গেছে।তাজুল ইসলাম বলেন, চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম; আদালত তা মঞ্জুর করেছেন। এ চারজনের মধ্যে একজনের নাম প্রকাশ করছি। তিনি হলেন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। তিনি এখন পলাতক রয়েছেন।অপর তিনজনও যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন এবং এই ‘নৃশংসতায় জড়িত’ ছিলেন বলে মন্তব্য করেন প্রধান কৌঁসুলি।