নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজউকের পরিচালক বরখাস্ত

প্রবাহ রিপোর্ট : কর্মস্থলে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজউকের পরিচালক (জোন-৭) শেখ শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজউক থেকে এ তথ্য পাওয়া যায়। তার নামে ইতোমধ্যে বিভাগীয় মামলাও হয়েছে। সূত্র জানায়, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত রাজউকের অঞ্চল ৭-এর অফিসে অসদাচরণের শিকার হওয়ার অভিযোগ করেন ওই নারী কর্মকর্তা। তিনি অভিযোগ জানিয়ে রাজউক চেয়ারম্যানকে চিঠি দেন। সেখানে উল্লেখ করেন, শেখ শাহীনুল ইসলাম ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশালীনভাবে’ তার শরীর স্পর্শ করেন। ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি এ ঘটনার বিচার চান। তাৎক্ষণিকভাবে রাজউকের এক অফিস আদেশে বলা হয়, শাহীনুল ইসলামের কর্মকা- ‘গুরুতর চাকরি শৃঙ্খলা পরিপন্থী’। রাজউক (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭(খ) অনুযায়ী তা অসদাচরণের শামিল। অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় এবং অসদাচরণের অভিযোগে তাকে রাজউক চাকরি বিধিমালার বিধি ৪৩-এর উপবিধি (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।এ বিষয়ে অভিযুক্ত শাহীনুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজউকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামানের বলেন, রাজউকের চাকরি বিধিমালা অনুযায়ী শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নামে বিভাগীয় মামলা হয়েছে। তিনি যদি নির্দোষ হন, চাকরি ফিরে পাবেন। আর অপরাধী প্রমাণিত হলে চাকরি হারাবেন।