কক্সবাজারে যুবককে গুলি করে হত্যা

প্রবাহ রিপোর্ট ঃ কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে আব্দুর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। নিহত যুবক আব্দুর রহমান (২৭) টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। আহত যুবক মোঃ সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে। গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার। নুর ফাতেমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার জাহেদ হোসেন, বদি আলম, পূর্ব সাতঘরিয়া পাড়ার জকরিয়া, সাদ্দাম ও ফেরদৌসের নেতৃত্বে একদল অস্ত্রধারী ফোন করে আমার ভাই আব্দুর রহমানকে বাড়ি থেকে ডেকে বের করে। পরে তাকে ধরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে সালমান নামে আরও এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল (গত রোববার) রাতে হোয়াইক্যং নয়াবাজার থেকে আব্দুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।