বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দিল্লি বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বাস করে যে দুই দেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি এবং সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত। ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত চলমান বে অফ বেঙ্গল কথোপকথনের সময় রাষ্ট্রদূত ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে কথা বলছিলেন। ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার দুই প্রতিবেশী দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে বাণিজ্য, পরিবহন ও জ্বালানি সংযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগের অব্যাহত অগ্রগতির ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের পারস্পরিক নির্ভরতা এবং সুবিধার বাস্তবতা রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে নিজেকে পুনরুদ্ধার করতে থাকবে। ভারতীয় হাইকমিশনার দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির দুটি সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে বলেন, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের শুরু এবং পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেক পোস্টের অবকাঠামোর উন্নতি এই মাসে ঘটেছে। তিনি বিমসটেক (মাল্টিউ-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ) এর অধীনে পরিকল্পিত আঞ্চলিক একীকরণের জন্য ভারত-বাংলাদেশ সহযোগিতাকে একটি নোঙর হিসাবেও বর্ণনা করেছেন। হাইকমিশনার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য যৌথ আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সরকার ও জনগণের সাথে একত্রে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিশ্চিত করেন যে এটি উভয় পক্ষের সাধারণ জনগণের জন্য সুফল বয়ে আনবে।