জাতীয় সংবাদ

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার মধ্যরাতে চকবাজার থানার দামপাড়া এলাকায় সংগঠনটির ১০-১২ জন কর্মী এ মিছিল বের করেন। এ ঘটনায় দামপাড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহানকে আটক করেছে পুলিশ। চকবাজার থানার ওসি জাহেদুল কবির বলেন, ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী দামপাড়া এলাকার একটি গলিতে মিছিল করার চেষ্টা করেছে। পরে পুলিশের তৎপরতার মুখে তারা পালিয়ে যায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে দামপাড় ইউনিটের আওয়ামী লীগ সভাপতিকে আটক করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিওতে ১০ থেকে ১২ জন কর্মীকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ স্লোগান দিয়ে দ্রুত হেঁটে যেতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে তাদের দৌঁড়ে পালিয়ে যেতেও দেখা যায়। এর আগে গত ১৮ অক্টোবর ও ১৭ নভেম্বর মধ্যরাতে দুই দফায় চট্টগ্রামে মিছিল করে ছাত্রলীগ। এসব ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button