জাতীয় সংবাদ

জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের মতবিনিময় আজ

প্রবাহ রিপোর্ট ঃ দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিয় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর আগে গত গত বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছে এই কমিশন। সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন। অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ-সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকদিন আগেই ধারাবাহিক সংলাপ শুরু করেছে। এর আগে কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে। কমিশনের ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও অনলাইনে সংলাপ করার কথা রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button