বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

প্রবাহ রিপোর্ট : আজ শনিবারের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বাড়বে। এতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ থাকতে পারে। এদিকে এখন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। গ্রামাঞ্চলে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমার ফলে শীতের আভাস পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে রাত পেরিয়ে ভোরে দেখা মিলছে কুয়াশার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে, দিনের এবং রাতের উভয় সময়ের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। মৌসুমি নি¤œচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। শনিবার আনুমানিক দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, গতকাল শুক্রবার সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবারের পূর্বাভাসে সারা দেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। রোববার সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।