জাতীয় সংবাদ

আদানির দুর্নীতি নিয়ে বির্তকের মুখে মোদি সরকার

প্রবাহ রিপোর্টঃ আদানির দুর্নীতি নিয়ে এবার খোদ ভারতেই বির্তকের মুখে পড়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিজেপিকে একহাত নেন রাহুল। আদানিকে মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।রাহুল বলেন, বিজেপি সরকারের অর্থ-সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণ করে আদানি।যুক্তরাষ্ট্রে আদানির জালিয়াতির বিষয়টি সামনে আসার পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।আর তাই, মোদি সরকার চাইলেও আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে অভিযোগ রাহুলের।বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় আদানির জালিয়াতি ইস্যুটি তুলে ধরার কথা জানান রাহুল গান্ধী। সেইসঙ্গে গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তেরও আহ্বান জানিয়ে তাকে গ্রেফতারের দাবি তোলেন তিনি।রাহুল বলেন, বিরোধী দলের নেতা হিসেবে এই ইস্যুটি উত্থাপন করা আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী (মোদি) তাকে শতভাগ সুরক্ষা দিচ্ছেন। গৌতম আদানি দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পদ ভোগদখল করছেন। তিনি বিজেপিকে সমর্থন দেন। আমরা বারবার এই ইস্যুতে কথা বলব। আমরা একটি যৌথ সংসদীয় কমিটির পাশাপাশি আদানির গ্রেফতারের দাবি জানাচ্ছি।এদিন সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানি যতদিন একসঙ্গে থাকবে ততদিন ভারতে তারা সুরক্ষিত বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button