সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

প্রবাহ রিপোর্ট : শিক্ষার্থীদের কোনও ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনও ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে। রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনও ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। প্রেস সচিব বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনও ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনও অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনও চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ‘দেশবিরোধী কর্মকা-ের’ অভিযোগ এনে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা কর্মসূচি দিচ্ছে একদল লোক। ঢাকায় পত্রিকা দুটির কার্যালয়ের সামনে অবস্থান ও ‘জেয়াফত’ কর্মসূচি ঘিরে গত রোববার উত্তপ্ততাও ছড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ নিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি দুটি পত্রিকার বিষয়ে কোনো অভিযোগ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ দেন। শফিকুল আলম বলেন, আমি রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারেন। শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নয়। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না।