জাতীয় সংবাদ

ভোট কেন্দ্র দখল, সাড়ে ৫ বছর পর সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : বরিশাল-৩ আসনের সাবেক সংসদ-সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে। ৫ বছর ১১ মাস পর শুক্রবার রাতে বাবুগঞ্জ থানায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত মামলাটি করেন। ২০১৮ সালের ৩০ ডিসেন্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার নামধারি আসামিরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। এছাড়া আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আসামিগণ বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্রসহ ধানের শিষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এ সময় মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে নির্বাচনে জালিয়াতি করে বিজয়ী হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি সাবেক এমপি টিপু ঢাকা কারাগারে রয়েছেন। এজাহারভুক্ত আরেক আসামি উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বরিশাল কারাগারে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মামলার প্রধান আসামি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button