কিশোরগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের রাণীর বাজার শাহী মসজিদ এলাকার একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বাসায় ফাঁসিতে ঝুলেছিল স্বামী ও স্ত্রীর লাশ এবং ছেলে দ্রুব ও মেয়ে কথার গলাকাটা লাশ পড়ে ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের রাণীর বাজার শাহী মসজিদ এলাকার একটি বাসায় চারজনের লাশ থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। লাশগুলোর মধ্যে রয়েছে স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা বিশ্বাস (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাসার সামনে ভিড় করছেন। এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ পাওয়া যায়। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, পুলিশ তদন্ত করছে।