জাতীয় সংবাদ

খুলনায় ৫ ডিসেম্বর থেকে ইজতেমা শুরু

প্রবাহ রিপোর্ট ঃ আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে খুলনায় শুরু হচ্ছে তিন দিনের ইজতেমা। তাবলীগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। জেলা ইস্তেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান বলেন, আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিন দিনের জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর ফজরের পর থেকেই ইজতেমা শুরু হবে। আর ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তিনি আরও বলেন, ইজতেমায় খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button