রোহিঙ্গাদের ভোটার হওয়ার খবর পেলে জানানোর অনুরোধ ইসির

প্রবাহ রিপোর্ট ঃ একটি দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর সহায়তায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তুলে ধরে এ ধরনের অপতৎরতা কারও নজরে এলে নির্বাচন কমিশনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক আসাদুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কিন্তু ‘ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক)’ অনুযায়ী, কোনও ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনও সুযোগ নেই। এতে বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন— যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দ-নীয় অপরাধ। বাংলাদেশের যেকোনও স্থানে বা জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনও রোহিঙ্গা বা অন্য কোনও বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: ংবপৎবঃধৎু@বপং.মড়া.নফ, অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) নম্বরে, অথবা ডাকযোগে বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।