জাতীয় সংবাদ

৬ ব্যাংককে ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে : গভর্নর

প্রবাহ রিপোর্ট ঃ দুর্বল ছয় ব্যাংককে এ পর্যন্ত ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে, যাতে কোনো গ্রাহক ব্যাংকে টাকা নিতে এসে ফেরত না যান। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, আমানতকারীদের আমানতের পুরো নিশ্চয়তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, সরকারের। আমানত নিয়ে গ্রাহককে কোনো চিন্তা করতে হবে না। গ্রাহকের যখন যে পরিমাণ টাকা প্রয়োজন, রোববার থেকে পাবেন। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্তর্র্বতী সরকার গঠনের পর বর্তমান গভর্নর দায়িত্ব নিয়ে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সেই অবস্থান থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক। স্বল্প পরিমাণে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া হবে বলে জানালেন গভর্নর। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সর্বোপরি টাকা ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া হবে। তবে সমপরিমাণ টাকা বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়া হবে, যাতে বাজারে বাড়তি টাকা না থাকে এবং মূল্যস্ফীতি না হয়। আগেরমতোই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। অতীতে সরকার ছাপিয়ে ধার দিয়েছে, বর্তমান সরকারেও সময়েও তা করা হচ্ছে, পার্থক্য কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বল ব্যাংকের আজ্ঞাবহ কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button